NEWSTV24
এনসিপির সঙ্গে গণঅধিকারের একীভূত হওয়া নিয়ে জটিলতা
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ১৭:৪৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার জোর আলোচনার মধ্যে জটিলতা দেখা দিয়েছে। সুনির্দিষ্ট ইস্যুতে সমঝোতা না হওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জটিলতা অবসানের পথ বাতলে দিয়েছে গণঅধিকার পরিষদ। তাদের মতে, উভয় দলের সমন্বয়ে নতুন নামে রাজনৈতিক দল গঠন করা হলে সেখানে একীভূত হতে গণঅধিকার পরিষদের আপত্তি থাকবে না।সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তারপর থেকে গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়া নিয়ে আলোচনা হয় দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে।গণঅধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য আবু হানিফ   বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো রয়েছে। এমনকি অঙ্গ সংগঠনগুলো আরও আগে থেকে তৃণমূল পর্যন্ত কাজ করছে। ফলে এ দল বিলুপ্ত করে নব্য জন্ম নেওয়া এনসিপিতে যোগদান করার সুযোগ নেই। এমনকি এনসিপির অনেকের নামে জুলাই গণ-অভ্যুত্থানের পর চাঁদাবাজি, দখলদারি, কমিশন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। গণঅধিকার পরিষদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।ফলে মানুষের কাছে গণঅধিকার পরিষদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। কেউ যদি গণঅধিকার পরিষদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বা যোগ দিতে চায়, সেটা গণঅধিকার পরিষদ ইতিবাচক হিসেবে দেখবে।এনসিপি একাধিক নেতা বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে আমরা একীভূত হচ্ছি না। পুরো পার্টি যদি আমাদের সঙ্গে চলে আসে, তাহলে তাদের কীভাবে অ্যাকোমোডেট করব, সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।গণঅধিকার পরিষদের আবু হানিফ বলেন, এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হয়ে নতুন নামে দল গঠন হলে কেবল আলোচনা হতে পারে।