NEWSTV24
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ভারতের কাছে ৪১ রানের পরাজয়ে তাদের অপেক্ষাটা আরও বাড়ল। এমন ম্যাচেও ব্যক্তিগত কিছু প্রাপ্তি রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ব্যাট হাতে ছক্কার রেকর্ড গড়েন সাইফ হাসান। ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে ফরম্যাটটিতে দুজনের উইকেটসংখ্যা সমান ১৪৯ ছিল। এক উইকেট নিয়েই সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১৫০ উইকেট। এই তালিকায় যথাক্রমে আছেন– সাকিব (১৪৯), তাসকিন আহমেদ (৯৯), শেখ মেহেদী (৬১), শরিফুল ইসলাম (৫৮) ও রিশাদ হোসেন (৫৪)।