NEWSTV24
৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোনো এ্যাকশন না নেওয়ায় আগামী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি করা হয়েছে। না হলে ৪৮ ঘণ্টা পর যমুনা বা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে।আজ রোববার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে দলটি মুখপাত্র ফারুক হাসান বলেন, আজ নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেওয়ায় রাতেই তার বেশকিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাকে আজ রিলিজ দেওয়া হচ্ছে না।ফারুক আরও বলেন, নুরের নাকের ভাঙ্গা হাড়ে জটিলতা রয়েছে। চুয়ালের ভাঙ্গা হাড় ফাঁকা হয়ে রয়েছে। এছাড়া লিভারে জটিলতা রয়েছে।সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারপ্রধান নুরকে দেশের বাইরে নেওয়ার ঘোষণা দিলেও এখনও তাকে কোনো দেশে নেওয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ্য করছি। এজন্য আমাদের দল মনে করে, দলের পক্ষ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেওয়া হবে। সরকারের দয়ার উপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতলে আসতে হতে পারে। না হলে জুলাই যোদ্ধাদেরও হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এতদিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো এ্যাকশন নিতে সরকারের কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি। সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, এরমধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও। এই হামলার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তার দায় রয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকেও পদত্যাগ করতে হবে।