NEWSTV24
ডিসেম্বরের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর পরিবর্তে বাংলাদেশ ব্যাংক পরিচালনায় নতুন আইনের খসড়া আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদকে অবহিত করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রস্তাবিত খসড়া অনুমোদিত হলে কেন্দ্রীয় ব্যাংক হবে সাংবিধানিক প্রতিষ্ঠান। এর পরিচালনা পর্ষদে কোনো আমলা থাকবে না। গভর্নর হবেন মন্ত্রী পদমর্যাদার। প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদের অনুমোদন নিয়ে গভর্নর নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এসব বিষয় যুক্ত করে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডার জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ এ পর্ষদ সভার আয়োজন করা হয়। গভর্নরসহ ৯ সদস্যের পর্ষদের তিনজন বর্তমান সচিব এবং একজন সাবেক অর্থ সচিব। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রশ্নে খসড়া নিয়ে বৈঠকে কেউ দ্বিমত করেননি। তবে ভাষাগত কিছু বিষয়ে এবং গভর্নর ও ডেপুটি গভর্নরের মেয়াদ ছয় বছরের পরিবর্তে তিন বছর করার পরামর্শ দেন কেউ কেউ।