NEWSTV24
ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলো
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ ১৫:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

৭২ এর সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ তুলে শেষ সময়ে ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করেছে বাম দলগুলো। দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ, বাসদ মাকর্সবাদী।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক বর্জন করে দলগুলো।বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত থাকবে।এ সময় বাম রানৈতিক দলগুলো সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ করে বৈঠক বর্জন করে। পরে নিচে এসে সংবাদ সম্মেলন করেন দলগুলোর নেতারা।সংবাদ সম্মেলনে বাসদ মার্কসবাদীর মাসুদ রানা বলেন, আমরা সংবিধানে বিদ্যমান মূলনীতি বহাল রেখে কমিশনের প্রস্তাবিত বিষয়গুলো যুক্ত করার কথা বলেছি। এগুলোর সঙ্গে মহান মুক্তিযুদ্ধ যুক্ত। এগুলোকে বাদ দেওয়া মানে আমাদের ইতিহাসকে অস্বীকার করা।তিনি বলেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে জনগণ নেবে, কমিশনে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা আমরা বলে আসছি। এরপরও কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য নিয়ে আসা হয়েছে, আমরা মনে করি এটা ইতিহাসের বিকৃতি। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে আমাদের যে শোষণবিরোধী লড়াই, সে লড়াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। এ মূলনীতিকে মুজিববাদ বলে বাদ দেওয়া হচ্ছে। এটি মুজিববাদ বলে আমরা মনেও করি না। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাস।