NEWSTV24
গাজায় একদিনে নিহত আরও ১৩৪ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৪:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনে কমপক্ষে আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৫৫ জন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল ৫৯ হাজার। এছাড়া সহায়তা নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজায় আরও ১৩৪টি লাশ হাসপাতালে আনা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৫৫ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪২ হাজার ১৩৫ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেকক্ষেত্রে পৌঁছাতে পারছেন না। এদিকে গত ২৪ ঘণ্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনের বেশি।

এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে এক হাজার ২১ ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার ৫১১ জনের বেশি আহত হয়েছেন।এছাড়া মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজাজুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে, যেসব এলাকা ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেয়া হয়েছে।