NEWSTV24
শ্রীলংকার কাছে উড়ে গেল বাংলাদেশ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৪:৫২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

টেস্ট-ওয়ানডেতে সিরিজ হারের পর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। পাল্লেকেলেতে আজ দুই দলের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগারদের রীতিমতো উড়িয়ে দিয়েছে শ্রীলংকা।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে শ্রীলংকা জয় পেয়েছে ৭ উইকেটে। তখনো বাকি ছিল ৬ বল।১৫৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাথুম নিশাঙ্কা ও কুসল মেন্ডিস শুরু থেকেই চড়াও হন বাংলাদেশের বোলারদের ওপর। প্রথম ৪ ওভারেই আদায় করেন ৬৪ রান। পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজ নিশাঙ্কাকে ফেরালেও খরচ করেন ১৩ রান। ১৬ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন এই ওপেনার।নিশাঙ্কা ফিরলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান সিরিজজুড়ে ফর্মে থাকা মেন্ডিস। ৩১ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এর পরপরই পেরেরাকে ফেরায় বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে ২৫ বলে ২৪ রান করে আউট হন তিনি। জয়ের মাত্র ৭ রান দূরে থাকতে আউট হন মেন্ডিস। ৫১ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন তিনি। তবে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়নে আবিষ্কা ফার্নান্দো (১১*) ও অধিনায়ক চারিথ আসালঙ্কা (৮*)।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দারুণ সূচনা এনে দেন ইমন ও তানজিদ। তবে পঞ্চম ওভারের শেষ বলে ভুল শটে উইকেট বিলিয়ে আসেন তানজিদ। ১৭ বলে ১৬ রান করেন তিনি। দুই ওভার পর ফেরেন অধিনায়ক লিটন দাসও। তবে ১১ বলে ৬ রান করে এলবিডব্লিউ হলে বিপদে পড়ে বাংলাদেশ।নবম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন দারুণ ব্যাটিং করতে থাকা পারভেজ হোসেন ইমন। ২২ বলে ৩৮ রান করে মহেশ থিকসানার বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি। ৫টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকিয়েছেন ইমন। উইকেটে থিতু হয়ে বিদায় নেন তাওহিদ হৃদয়ও। ১৩ বলে ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন এই মিডল অর্ডার ব্যাটার।৮৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৪৬ রান যোগ করেন নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। যদিও রান তোলার গতি খুব একটা বেশি ছিল না। ১৩৫ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক (২৩ বলে ২৯)। শেষদিকে, শামীম হোসেন পাটোয়ারির ছোট্ট ক্যামিওতে দেড় শ পার করে বাংলাদেশ। ২৯ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম। ৫ বলে ১৪ রানে আরেক পাশে ছিলেন শামীম।