NEWSTV24
৫ আগস্টের পর পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আনিসুর রহমান বরখাস্ত
শনিবার, ০৫ জুলাই ২০২৫ ১৭:১৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অসদাচরণ ও পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার একটি অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধির আওতায় আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্ত হবেন।