NEWSTV24
টানা ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ১৫:২৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সাপ্তাহিক দুই দিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এ ছুটি পাবেন না সরকারি-বেসরকারি জরুরি পরিষেবাতে কর্মরতরা।আগামীকাল শুক্রবার (৪ জুলাই) ও পরের দিন শনিবারের (৫ জুলাই) সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হচ্ছে রবিবারের (৬ জুলাই) আশুরার ছুটি।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রবিবার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্র থেকে রবিববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এ ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও। এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।