বৃহস্পতিবার বিকেল ৪টা। মাহদি রহমান নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, কাকরাইল সড়ক এড়িয়ে চলুন। এর আগে দুপুর ১২টায় নাহিদুল ইসলাম নামে একজন ঢাকার রাস্তার গুগল ম্যাপ শেয়ার করে লিখেছেন, ঢাকাকে এড়িয়ে চলুন।ট্রাফিক অ্যালার্ট নামে একটি ফেসবুক গ্রুপে এমন অনেক পোস্ট ছিল গত দু দিন। ব্যবহারকারীরা এ গ্রুপটিতে মূলত সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকেন। রাস্তার অবস্থা, যানজট, দুর্ভোগ, দুর্ঘটনা ইত্যাদির ছবি, ভিডিওসহ তাৎক্ষণিক তথ্য শেয়ার করা হয় এই গ্রুপে।রাজধানীর কাকরাইল মোড়ে গত দু দিন টানা অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সুবিধাসহ তিন দফা দাবিতে তারা রাস্তায় নেমেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতেও গত দুই দিন পরপর নগর ভবন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে আন্দোলন করছে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। তাও চলছে পরপর দু দিন।এর সঙ্গে গত বুধবার দীর্ঘ সময় শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন ডিপ্লোমাপড়ুয়া নার্সরা। ফলে এই দু দিন কেবল ট্রাফিকের রমনা বিভাগ এলাকাই নয়; কার্যত রাজধানীর বেশির ভাগ এলাকায় জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ১০ মিনিটের পথ যেতে ঘণ্টা পেরিয়ে গেছে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। দু দিনই এর সঙ্গে বোঝার ওপর শাকের আঁটির মতো যুক্ত হয়েছে বৃষ্টি।
গতকাল বৃহস্পতিবার সারাদিন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা হয়েছে । নগরবাসী বলছেন, এই শহরে যানজটের নিত্যভোগান্তি তো আছেই। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে এই মাত্রা আরও বাড়ে। তার ওপর নগরজুড়ে রাস্তা-ফুটপাত কাটাকাটি, খানাখন্দ, ভাঙা রাস্তাঘাট, ধুলাবালি নগরজীবনকে অসহনীয় করে তুলছে। বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হয়ে যায় রাজপথ। গরম বাড়লে হাঁসফাঁস করতে হয় বাসে; অটোরিকশায় চলাচলকারী যাত্রীদের। এত বিড়ম্বনার মধ্যে বাড়তি হিসেবে যখন তখন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়ছেন ছাত্র, পেশাজীবী নির্বিশেষে। যত্রতত্র সড়ক অবরোধ এক ধরনের অসুখে পরিণত হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হিসাবে প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি আন্দোলন কর্মসূচি থাকছে রাজধানীতে। গড়ে দুটি করে হলেও গত ৯ মাস ৬ দিনে ৫৫২টি আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে এই শহরে। ৫ আগস্টের পর অধিকাংশ কর্মসূচি পালিত হয়েছে সড়ক অবরোধ করে।