NEWSTV24
শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত, ঋণ পাওয়ার আশা
বুধবার, ১৪ মে ২০২৫ ১৬:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বব্যাংকের শেষ শর্ত পূরণ করতে সোমবার গভীর রাতে জাতীয় রাজস্ব বিভাগ (এনবিআর) বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বাজেট সহায়তার ছয় হাজার কোটি টাকা ঋণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। পাঁচ মাস আগে বিশ্বব্যাংক সরকারকে ৯টি শর্ত দিয়েছিল। আটটি এর আগে পূরণ করা হয়েছে।ঢাকায় আজ বুধবার বিশ্বব্যাংকের সঙ্গে এই ঋণ সহায়তা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক হওয়ার কথা। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা বৈঠকে বসবেন। আলোচনার আগমুহূর্তে শেষ শর্তটি পূরণ করায় ঋণ পাওয়া নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা।সরকার অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে একে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগে ভাগ করেছে। রাজস্বনীতি বিভাগের শীর্ষ পদ কর এবং শুল্ক ও আবগারি ক্যাডারের জন্য এককভাবে সংরক্ষণ না করায় এ দুই ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা তিন দিনের কলমবিরতি ঘোষণা করেছেন।

এ অবস্থায় গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সরকারের পক্ষে আলাদা ব্যাখ্যাও দেয়। তাতে বলা হয়, ৫০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এনবিআর ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদরা এনবিআর বিলুপ্ত করে নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী সরকার এর আগে অডিট অধ্যাদেশ জারি করেছে। প্রকিউরমেন্ট আইন সংশোধন করে ১০ শতাংশ কমবেশি নিয়ম তুলে দিয়েছে। স্বাধীনভাবে পরিসংখ্যান কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে ক্ষমতা দিয়েছে। সামাজিক নিরাপত্তার সব তথ্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া ভালো ও খারাপ ঋণ চিহ্নিত করা, করছাড় যৌক্তিকীকরণ, মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব আহরণ কৌশল, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা এবং অবসায়নের জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করেছে। সর্বশেষ এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করা হয়েছে।

রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ এ বলা হয়েছে, রাজস্বনীতি বিভাগের সচিব পদে সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেবে। ফলে এ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাবেন বলে মনে করছেন কর এবং শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তারা। তাদের দাবি, এতে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে। নীতি বিভাগ রাজস্ব বিষয়ে নীতি প্রণয়ন করবে। অন্যদিকে ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আদায় করবে।এই অধ্যাদেশের মাধ্যমে এনবিআরের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগও (আইআরডি) বিলুপ্ত করা হয়েছে।