NEWSTV24
২১ মে থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট
মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ১৪:৪০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে। রেলের কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী ২১ মে দেওয়া হতে পারে ৩১ মের অগ্রিম টিকিট। সেই হিসেবে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হতে পারে ৩১ মে।আগামী ৭ জুন ঈদ ধরে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত অর্থাৎ ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এ ছাড়া এবারও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হবে। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।জানা গেছে, এবার ঈদে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হতে পারে। তবে কয়টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে সেটা নির্ভর করছে পশু পরিবহনের চাহিদার ওপর। এর বাইরে ঈদে দেশের বেশ কয়েকটি রুটে যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কতটি বিশেষ ট্রেন চলবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে।