NEWSTV24
৫ শতাধিক ব্যক্তির কাছে একাধিক এনআইডি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ১৪:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশে পাঁচশর বেশি ব্যক্তির কাছে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব নাগরিকের একটি এনআইডি রেখে বাকিগুলো বাতিল করা হবে। গতকাল সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।হুমায়ুন কবীর বলেন, এনআইডি সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল (গ-ক্যাটাগরি), সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি, সেজন্য দায়িত্ব বণ্টন করে দিচ্ছি। তিনি বলেন, ইসি সচিবালয়ের অফিসারদের মধ্যেও একটু ক্ষমতা পরিবর্তন করা হয়েছে, যাতে সেবা সহজ হয়। আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি করার ক্ষমতা দেওয়া আছে।

এনআইডির নামের বানান, বয়সসহ নানা ধরনের তথ্য সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। জেলা, উপজেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনে চার ধরনের সংশোধন নিষ্পত্তি করা হয়। বর্তমানে সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য রয়েছে এনআইডি ডেটাবেজে।রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, ইউএনএইচসিআর ও ইসি এরই মধ্যে ডেটাবেজ শেয়ার করার উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গা আর বিদেশিদের আমরা আমাদের ডেটাবেজে প্রবেশ করতে দেব না। তিনি বলেন, যেখানেই থাকুক, আমরা যদি রোহিঙ্গাদের আঙুলের ছাপ যাচাই করতে পারি, তাহলেই ব্যবস্থা নেওয়া হবে। কাজেই তাদের ভোটার তলিকায় ঢুকে যাওয়া সহজ হবে না। ভোটার হতে এলে আমরা যত রকমভাবে সম্ভব চেক করে নেব।এদিকে আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।