NEWSTV24
পানি বন্ধ করলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান
সোমবার, ০৫ মে ২০২৫ ১৪:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি জানিয়েছেন, ভারত যদি সিন্ধু নদের পানির সরবরাহ বন্ধ করে তাহলে পারমাণু হামলা চালাবে পাকিস্তান।

শনিবার রাশিয়ান সম্প্রচারমাধ্যম আরটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ওই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত খালিদ জানান, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমাদের মনে হচ্ছে হামলা আসন্ন।

পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, আমরা পাকিস্তানে আমাদের সম্পূর্ণ শক্তি-সাধারণ এবং পারমাণবিক উভয়ই-ব্যবহার করব।

গত ২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। এমন আবহে ভারতকে এই কড়া বার্তা দিয়ে রাখলেন খালিদ জামালি।