যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে গেল ১৩ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চুম্বকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয়, তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রায় সব ক্ষেত্রেই এগুলোর ব্যবহার রয়েছে। যে কারণে বিরল খনিজ কিনতে বিকল্প বাজার খুঁজবে যুক্তরাষ্ট্র। আর এর মধ্যেই বাংলাদেশে বিরল এ খনিজের সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। এ নিয়ে দেশীয়-আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে।
বাংলাদেশের সংস্থাটির গবেষকরা জানান, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লাখনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তাদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু রয়েছে।