ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা বন্ধের প্রচেষ্টায় স্থবিরতার মধ্যে যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—ফিলিস্তিনের এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, কাতার ও মিসরের ওই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছর মেয়াদি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের কারাগারে বন্দী সব ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজায় হামাসের হাতে বন্দী বাকি জিম্মিদের ফেরত দেওয়া হবে। গাজা থেকে নিজেদের সেনাদের পুরোপুরি প্রত্যাহারও করে নেবে ইসরায়েল। এর মধ্য দিয়ে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রোয় যাওয়ার কথা রয়েছে হামাসের জ্যেষ্ঠ পর্যায়ের একটি প্রতিনিধিদলের। ওই দলের নেতৃত্ব দেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ ও প্রধান আলোচক খলিল আল-হায়া। তবে মধ্যস্থতাকারীদের এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এর আগে গাজায় গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল। ১৮ মার্চ থেকে ওই যুদ্ধবিরতি ভেঙে উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সম্প্রতি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছিল ইসরায়েল সরকার। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস।