NEWSTV24
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিদেশ ভ্রমণের সময় সরকারি কর্মকর্তারা স্বামী, স্ত্রী ও সন্তানকে সঙ্গী করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে সরকার।বুধবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত বিদেশ সফর সংক্রান্ত নির্দেশনায় এ কথা জানানো হয়।নতুন নির্দেশনায় বলা হয়, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। জরুরি কারণ ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব বা সচিব, একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।এতে আরও বলা হয়, সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্ত্রী বা স্বামী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না।