NEWSTV24
ঢাকার বাতাসের মানে উন্নতি
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ১৭:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গত কয়েকদিনে ঢাকার বাতাসের বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টায় ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের শহরগুলোর তালিকায় ৫৯তম স্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে নেপালের কাঠমান্ডু (২১৬)। শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে ভারতের দিল্লি (১৮৫), চীনের উহান (১৭১), উগান্ডার কাম্পালা (১৬৩) ও ভিয়েতনামের হ্যানয় (১৫৯)। শহরগুলোর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।