NEWSTV24
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ১৩:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সোমবার রাতে ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার বানানো তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে একাধিক মামলা রয়েছে।

তুরিন আফরোজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন। পাশাপাশি ট্রাইবুনালে থাকার সময়ে তার বিরুদ্ধে নানান অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তাকে থেকে বাদ দেয়া হয়।