NEWSTV24
সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে আগামীকাল আলোচনা: ঐকমত্য কমিশন
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ২২:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল সোমবার বিকেলে এবি পার্টির সঙ্গে আলোচনা করবে কমিশন।

আগামীকাল বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস‍্যের প্রতিনিধিদলকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, পাঁচটি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছিল এবি পার্টি। ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টির বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা। আগামীকালের সভায় এবি পার্টির দ্বিমত ও আংশিক একমত প্রকাশ করা বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।