দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যকে আটক করেছে ইসরায়েল। শনিবার (৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে গিয়েছেন ওই দুই এমপি। তবে তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।