NEWSTV24
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ১৫:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  শুক্রবার রাত ১০টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেতাকে বহনকারী বিমান বাংলাদেশে এয়ারলাইনসের একটি ফ্লাইট এসে পৌঁছায়।এর আগে বৃহস্পতিবার দুই দিনের সফরে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।