ভারতের ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষে এ ঘটনা ঘটে। পাল্টা হামলায় একজন নিরাপত্তাবাহিনীর সদস্যও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।