NEWSTV24
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৬:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন। এর আগে দু বার পরীক্ষা দিলেও অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ হয়নি তার। তবে অ্যাকশন শুধরে নেওয়ায় তার আন্তর্জাতিক ও কোন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করতে বাধা থাকল না।সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ইংল্যান্ডে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। এরপর ভারতে পরীক্ষা দিলে পুনরায় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। পরে ইংল্যান্ডে এক কোচের অধীনে অ্যাকশন নিয়ে কাজ করে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি।বিসিবির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করায় খুশি বলে জানানো হয়েছে। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ায় সাকিবের জন্য আসন্ন কিছু টি-২০ লিগে খেলার দরজা খুলে গেল।সাকিব পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় তাকে দলে নেওয়া হয়নি। বিসিবি থেকে জানানো হয়েছিল, শুধু ব্যাটিং বিবেচনায় দলের সমন্বয়ের কারণে সাকিবকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না।