NEWSTV24
আগামী বাজেটে আমদানি শুল্ক কমবে: এনবিআর চেয়ারম্যান
বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৫:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী বাজেটে সার্বিকভাবে আমদানি শুল্ক কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আমরা এলডিসি উত্তরণে যাচ্ছি। চাইলে ইচ্ছামত আমদানি শুল্ক আরোপ করা যাবে না।

মঙ্গলবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজসহ কৃষি খাত ভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশন অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, কোন পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ জাতীয় স্বার্থে করা হয়। আমদানি শুল্ক থেকে সরকারের রাজস্ব আহরণের কোন লক্ষ্য থাকে না। মূলত দেশীয় শিল্পকে সুরক্ষায় আমদানি শুল্ক আরোপ করা হয়।

আগামী বাজেটে ট্যাক্স প্রদান পদ্ধতি সহজ করা হবে জানান এনবিআর চেয়ারম্যান। আয়কর দিতে গিয়ে করদাতারা যেসব হয়রানির শিকার হন তা বন্ধ করা হবে। কিন্তু আয়কর কমানোর সুপারিশ খুব একটা বিবেচনায় নেওয়া হবে না।