NEWSTV24
পরিবর্তন আসছে ইউটিউবে
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২২:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। 

দ্য ইনফরমেশন জানিয়েছে, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কনটেন্ট যুক্ত করতে পারে ইউটিউব।

দ্য ইনফরমেশনের তথ্যমতে, বিজ্ঞাপননির্ভর মডেলের বাইরে বিকল্প আয়ের পথ তৈরির লক্ষ্যে ইউটিউব আবারও প্রাইমটাইম চ্যানেলস সম্প্রসারণের পরিকল্পনা করেছে। তবে বড় চ্যালেঞ্জ হলো সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট আরও দৃশ্যমান করা এবং বিরক্তি তৈরি না করে স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করা।

নতুন নকশায় ইউটিউব অ্যাপের বিন্যাস নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো হতে পারে। ফলে বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে পর্দায় দেখা হবে। সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের জন্য প্রাইমটাইম চ্যানেলস বিভাগকে আরও সুস্পষ্টভাবে সাজানো হতে পারে।