সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিভিউ আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
শিক্ষকদের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। তিনি বলেন, আগে প্রশিক্ষিতরা ১১তম গ্রেড এবং প্রশিক্ষিত ছাড়া ১২তম গ্রেড পেতেন। এই রায়ের ফলে উভয়েই দশম গ্রেড পাবেন। আর কর্মরত ৩০ হাজার শিক্ষকই এই সুবিধা পাবেন বলে মনে করি।