যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন। তবে দেশে ফেরার তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলোআপ করছেন নিয়মিত। তাঁর শারীরিক অবস্থা ভালো।পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন।গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, চিকিৎসা এখন পুরোপুরি শেষ হয়েছে, এটা বলা যাবে না। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।চিকিৎসকরা রোস্টার করে বাসায় দেখে যাচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড যেদিন বলবে সেদিনই তিনি দেশে ফিরবেন। খালেদা জিয়ার ১৫ জন সফরসঙ্গীর মধ্যে আটজন দেশে ফিরেছেন। অন্যরা খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন।
এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই। তারেক রহমানের ফেরা নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তের ওপর। আর চিকিৎসা শতভাগ শেষ হলেই দেশে ফিরবেন ম্যাডাম। আমি, এ জেড এম জাহিদ হোসেন, তাবিথ আউয়াল ম্যাডামের সঙ্গে আছি। এ ছাড়া ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা ও গৃহপরিচারিকা সঙ্গে আছেন।অন্য সফরসঙ্গীরা দেশে ফিরে গেছেন। হয়তো কিছুদিন পর আমিও দেশে আসব। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার তারিখ ঠিক হলে লন্ডনে যাব।গত ৭ জানুয়ারি খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছার পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ১৭ দিন চিকিৎসা নিয়ে ক্লিনিক থেকে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।