বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকা বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনায় জড়িত ছিল না।স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান ট্রাম্প।সংবাদ সম্মেলনে দুই নেতা গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নও ছিল।এ সময় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।তবে তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ইস্যুটি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিচ্ছি।যদিও পরে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন।এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম সশরীরে বৈঠক।এদিন হোয়াইট হাউসের বৈঠকে তাদের মধ্যে বাণিজ্য, শুল্ক, অভিবাসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।