NEWSTV24
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তবে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল ও দোকান পুড়ে গেছে।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, মিলগেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছে।তিনি বলেন, ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রঙ এর গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।