বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংককের অবস্থান ছিল ষষ্ঠ। যদিও বায়ুদূষণের কারণে থাইল্যান্ডে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২০ সালে একই কারণে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীন ৪৩৭টি স্কুলের সবই বন্ধ করে দেওয়া হয়।দেশটির এ বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতারা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দুষছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে আছেন।