NEWSTV24
বিনামূল্যের পাঠ্যবই মিলছে বাজারে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৫:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সরকারের পক্ষ থেকে বিতরণ করা বিনামূল্যের পাঠ্যপুস্তক এখনও হাতে পায়নি বেশির ভাগ শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, যৎসামান্য বই পাওয়া গেছে এবং সেগুলো বিতরণ করা হয়েছে। বাকি বই হাতে পেলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। ফলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি ডাউনলোডের পর সেগুলো ফটোকপি করেই চলছে পাঠ কার্যক্রম।একদিকে এ-ই যখন অবস্থা, অন্যদিকে তখন চলতি বছরের বিনামূল্যের অসংখ্য বই মিলছে রাজধানীর বিভিন্ন বুক স্টলে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বই কালোবাজারে পাচারকারী চক্রের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্রও। তারা জাল টাকা ছাপানোর মতো এনসিটিবির ওয়েবসাইট থেকে বিনামূল্যের সরকারি বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে সেগুলো হুবহু সরকারি বইয়ের আদলে প্রেসে ছাপিয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের কাছে বিক্রি করছে উচ্চমূল্যে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি নীলক্ষেত বই মার্কেটের কয়েকটি লাইব্রেরিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিনামূল্যের সরকারি পাঠ্যবই জব্দ করে গোয়েন্দারা। সর্বশেষ গত বুধবার পুরান ঢাকার সূত্রাপুরে বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য ছাপা দুই ট্রাকভর্তি প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুদের অভিযোগে সিরাজুল ইসলাম ওরফে উজ্জ্বল ও দেলোয়ার হোসেন নামে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিনামূল্যে বিতরণের সরকারি বই পাচারের সময় শেরপুর সদরের চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া এলাকা থেকে অন্য একটি চক্রের সদস্য মাইদুল ইসলামকে গ্রেপ্তারকরে পুলিশ। জব্দ করা হয় ট্রাকভর্তি ৯ হাজার নতুন বই। একই রাতে পৃথক অভিযানে ৩ ট্রাক থেকে জব্দ করা ১৯ হাজার বই সরকারিভাবে ছাপানো নাকি এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে প্রেসে ছাপানো নকল বই, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে আসছে। কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টা নস্যাৎ করতে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের বই অবৈধ মজুদদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করে আসছিল। গোপন এ তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকালে বাংলাবাজারের ইস্পাহানি গলিতে অভিযান চালানো হয়। এ সময় ওই গলির বিভিন্ন গুদাম থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বিনামূল্যের পাঠ্যবই জব্দ করা হয়।