NEWSTV24
যুদ্ধবিরতির  পর গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২০:৩৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।  এই সংখ্যা হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ।    জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে। 

ইসরাইলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার গাজায় ৯১৫টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ওসিএইচও।  গাজায় সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। আরব নিউজ