NEWSTV24
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৫:৪৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে আছে ঢাকা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) অনুযায়ী ঢাকার স্কোর ২১৩। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুব অস্বাস্থ্যকর ।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।বায়ুর মানের নিরিখে দূষিতর তালিকায় প্রথম স্থানে ছিল ভিয়েতনামের শহর হ্যানয় স্কোর ২১৮। ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে উজবেকিস্তানের তাসখন্দ। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৮৯ এবং ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ভালো বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে মধ্যম মানের এবং ১০১-১৫০ হলে বিপদসীমায় আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর ২০১-৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৫০০ হলে বিপজ্জনক বলা হয়।