NEWSTV24
বিসিবিকে তিন দিনের আল্টিমেটাম, লিগ বর্জনের হুমকি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৪:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গঠনতন্ত্র সংশোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন পেলে ঢাকা মেট্রোপলিটান ক্রিকেট কমিটির (সিসিডিএম) প্রতিনিধিত্ব করা ৭৬ ক্লাব লিগ বর্জনের হুমকি দিয়েছে। ক্লাবের প্রতিনিধিরা বোর্ডকে জানিয়েছে, তাদের দাবি-দাওয়া মানা হচ্ছে কিনা তা দেখার জন্য ১৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তারা।গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সিসিডিএমের প্রতিনিধিরা ১৭ জানুয়ারি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেখানে গঠনতন্ত্র সংশোধনের সমস্যা নিয়ে কথা বলবেন তারা। বোর্ড বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে ঢাকা ভিত্তিক ক্লাবগুলোকে লিগ থেকে প্রত্যাহারের হুমকি দিয়েছে। যার অর্থ ১৬-২০ হাজার ক্রিকেটারের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে।বিসিবির বিদ্যমান গঠনতন্ত্রে পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ক্যাটাগরি-২ তে ১২টি পদ নির্ধারিত আছে ঢাকার বিভিন্ন ধাপের ক্লাবের জন্য। সংশোধিত ক্যাটাগরি-২ এর কাউন্সিলরের সংখ্যা ৫৬টি থেকে ৭৬টিতে উন্নীত করা হয়েছে। তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি সিসিডিএম বিলুপ্তির প্রস্তাব করেছে।

সিসিডিএম সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ক্যাটাগরি-২ তে কাউন্সিলারের সংখ্যা ৭৬ থেকে ৩০ এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বিসিবির পরিচালনা পরিষদে পরিচালকের সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি।এ নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ন সম্পাদক এবং বিসিবির দীর্ঘদিনের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।