NEWSTV24
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হলেন মামুনুল হক
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ০১:২০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হয়েছেন মাওলানা মামুনুল হক। মহাসচিব হয়েছেন মাওলানা জালালুদ্দীন আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাঁরা এ পদে নির্বাচিত হন। 

খেলাফত মজলিসের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রায় ২০০ সদস্য অধিবেশনে যোগ দেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়। খেলাফত মজলিসের বিদায়ী আমির মাওলানা ইসমাঈল নূরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মামুনুল হক এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন। তিনি দলের পঞ্চম আমির হলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নবনিযুক্ত আমিরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে শায়খুল হাদিস পরিষদ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের শূরার সদস্য একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে এবং তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পরিষদ আশা করেন।