NEWSTV24
খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে শাহজালালে কঠোর নিরাপত্তা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ ১৪:০৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়াল দেবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (মা ছেলের)।এ উপলক্ষে বিমানবন্দরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে কয়েক দফা বৈঠক করে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক)।বেবিচক কর্মকর্তারা জানান, বিশেষ করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ এই সতর্কতাবস্থা নেওয়া হয়।বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় বিমানবন্দরে থাকছে ১ প্লাটুন নারী পুলিশসহ ১০ প্লাটুন ডিএমপি পুলিশ। এ ছাড়াও নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র;্যাব, গোয়েন্দা, বেবিচকের এ্যাফসেক বাহিনীসহ সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও।এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসাজনিত কারণে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। এসময় বিমানবন্দরে নিরাপত্তাজনিত কোনো সমস্যা যাতে না হয়, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত বেবিচকের এ্যাফসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে।বেবিচকের এ চেয়ারম্যান আরও বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দর প্রবেশে যাত্রীর স্বজনদের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দরের বাইরে ও ভেতরে কঠোর নজরদারিতে থাকছে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা।লন্ডনে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। তারাই তাকে লন্ডন হসপিটাল নামে একটি হাসপাতালে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন।