NEWSTV24
রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ ১৪:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসন এবং নতুন করে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ নেওয়াসহ সাত দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পালংখালী বাজার স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।বক্তারা বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুনসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। প্রায় ৮ বছর হতে চললেও একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে গৃহযুদ্ধের কারণে আরও লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন, নতুন অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ এবং নতুন আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানান তারা।

এ ছাড়া উখিয়া ও টেকনাফে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত, রোহিঙ্গা ক্যাম্পে চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাফেরা ও বাসা ভাড়া নেওয়া বন্ধে কঠোর পদক্ষেপ এবং ক্যাম্পে চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করার দাবি জানান তারা।অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, আইনজীবী ব্যারিস্টার সাফাত ফারদিন রামিম চৌধুরী, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমান, অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।