NEWSTV24
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭ অপরাহ্ন

NEWSTV24

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা দেড় মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে তা একবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। এখন তা আবার বাড়ল। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে আদেশ জারি করেছে। 

গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছিলেন, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে এ বছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক।

গত ২৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে। এখন এ সময়সীমা আরও দেড় মাস বাড়ানো হলো। সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।