NEWSTV24
৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানালেন মির্জা ফখরুল
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভোটের অধিকার আদায়ে আবারও ৫ আগস্টের মতো জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সদর উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক তেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার আদায়ের জন্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিজের অধিকার আদায়ের জন্য।তিনি আরও বলেন, ভোট চাইতে আসি নাই। দেশ, মাটি, মানুষের জন্য প্রয়োজন হলে আবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। পার্শ্ববর্তী ভারতেও সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সুতরাং আমাদেরকে এখানে ঐ ধরনের কথা বলে দেশে সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা আমরা মানতে রাজি নই। আমরা খুব পরিস্কার করে বলতে চাই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই।

বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারি আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করব এই বাংলাদেশে সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। আমরা নিশ্চিত করব কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, আমার শ্রমিক ভাই যেনো তাদের ন্যায্য মজুরি পায় সেটা আমরা নিশ্চিত করব।বিনা কারণে মানুষকে হত্যা-গুম করা এগুলো যেনো বাংলাদেশে কোনোদিন না হয় মন্তব্য করে ফখরুল বলেন, আজকে অনেক কিছু শুরু হয়েছে, আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছে, এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি এবং আমরা অনেক কষ্ট ভোগ করেছি।

তিনি আরও বলেন, আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই, সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরির্তন আনবে, চুরি-চামারি-দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, গুন্ডাবাজি বন্ধ করবে; সেই সঙ্গে দখলবাজি বন্ধ করবে।ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর করিম, অ্যাড. আব্দুল হালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ আরও অনেকে।