NEWSTV24
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে মোটরসাইকেলে করে এক্সপ্রেসওয়ে ধরে শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।