NEWSTV24
২৫২ এসআইকে অব্যাহতির পেছনে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২৩:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা শেষে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গে কাকে কোন দায়ে অব্যাহতি দেয়া হয়েছে তা পুলিশ একাডেমি জানে। আমি তাদের এই প্রক্রিয়া পুরোপুরি জানি না। এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতোমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পূর্ণ করব। এর আগে সারদা পুলিশ অ্যাকাডেমিতে একযোগে আড়াই শ’র বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়।