NEWSTV24
শ্রমিকদের পেনশন স্কিম চালু হবে
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৫৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সব পেশারই সামাজিক নিরাপত্তা থাকে। আমাদের শ্রমিকদেরও পেনশন স্কিমের আওতায় আনার একটি স্বপ্ন আমাদের আছে, অবসরের পর কেউ যেন খালি হাতে না ফিরে। গাজীপুরের টঙ্গীর জাবের জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় সরকার নির্ধারিত মূল্যে শিল্পকারখানার শ্রমিকদের টিসিবির খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম গতকাল বুধবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। শ্রম অঞ্চলে বহিরাগতরাও শ্রমিকদের বিক্ষোভ কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে। বিগত সময়ে এত লুটপাটের পরও আমাদের শ্রমিকদের নিরলস শ্রমে এখনও দেশের অর্থনীতি টিকে আছে। দেশের রপ্তানি আয়ের ৮৩ শতাংশ এখনও গার্মেন্টস খাত থেকে আসছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়েছে, শুরু হয়েছে বাস্তবায়নও। শ্রমিকদের জন্য টিসিবির এ খাদ্য সহায়তা শুরু হয়েছে, অতিদ্রুত দেশের সব শিল্পাঞ্চলে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। টিসিবির এ কর্মসূচির আওতায় শ্রমিকদের ৪৭০ টাকায় ৫ কেজি চাল ২ কেজি ডাল ও ২ কেজি তেল দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।