NEWSTV24
টস হেরে ব্যাটে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিন
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কানপুর টেস্টে বৃষ্টির কারণে এক ঘণ্টা পিছিয়ে হয়েছে টস। ম্যাচও শুরু হবে সমান সময় পরে।আজ শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ।টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। দুই পেসারের পরিবর্তে একজন পেসার ও একজন স্পিনার নেওয়া হয়েছে। অর্থাৎ স্পিনে শক্তি বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ:

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।