NEWSTV24
ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ২২ হাজার
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে। এ সময় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন ঢাকা উত্তর সিটি ও অপরজন দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রাজশাহী বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ২৬৫ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।