NEWSTV24
বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে ভারত এগিয়ে ৪১১ রানে
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পন্থের অর্ধশতরান

৮৮ বলে ৫০ রান করলেন পন্থ। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রানের লিডের পথে নিয়ে যাচ্ছেন। 

চার শ পেরিয়ে ভারতের লিড

নব্বই দশকে ভারতের দুরদর্শন টিভি চ্যানেলে ব্রিটানিয়া ‘ফিফটি–ফিফটি’ বিস্কিটের বিজ্ঞাপন নিশ্চয়ই মনে আছে? সেই বিস্কিটের নামের মতোই পন্ত–গিল এখন ‘ফিফটি–ফিফটি’। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। ৭৫ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির সুবাসও পাচ্ছেন গিল। ৭২ রানে অপরাজিত পন্ত।

বাংলাদেশের ফিল্ডারদের শরীরী ভাষা হতাশাজনক।