NEWSTV24
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শনাক্ত ৮৮৭
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৮৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬০ জন, উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, খুলনা বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন এবং রংপুর বিভাগে ৩৯ জন রয়েছেন।চলতি বছরে গতকাল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২২ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।