NEWSTV24
তাপদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়, ২৪ ডিগ্রি সেলসিয়াস।এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা ছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।এছাড়া, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণও হতে পারে।আবহাওয়া অফিসের তথ্যানুসারে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল শনিবার রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে শনিবার রাত ও রবিবার দিনের তাপমাত্রা আবার বাড়তে পারে।