NEWSTV24
মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান।লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় (জ্বর) চিকিৎসকদের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়।গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।