ঢাকা মেট্রোপলিটন পুলিশের চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এই বদলি করা হয়।বদলি হওয়া চার এডিসি হলেন- ট্রাফিক মিরপুর-তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রাকিব খাঁনকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (অ্যাডমিন); মো. সাজ্জাদ হোসেনকে অর্থ বিভাগে (বাজেট); গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) মহিদুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (অ্যাডমিন) মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।